Upload By K. Halder at 8th March 2025 ,05:47 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের জেরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বের দুই সর্ববৃহৎ অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে চলা ট্যারিফ যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। গত ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প চিনা পণ্যে আরও ৩৪ শতাংশ শুল্ক চাপান।
মার্কিন যুক্তরাষ্ট্র চিনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক বসানোর পরই এই পাল্টা ট্যারিফ চাপায় চিন। তারাও পাল্টা পদক্ষেপ হিসাবে মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করে। আর এতেই চটেছেন ডোনাল্ড ট্রাম্প। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন মার্কিন পণ্যের ওপর চাপানো ৩৪ শতাংশ পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে বেজিং-এর ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ট্রাম্পের হুঁশিয়ারিতে পিছু হটতে নারাজ বেজিং। পাল্টা হুমকির সুরে বেজিংও জানিয়েছে, ভুলের উপর ভুল করছে আমেরিকা।তারা যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘ব্ল্যাকমেল’ অভিহিত করে বলেছে, তারা মার্কিন শুল্কের কাছে নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্তে অটুট থাকা, তাহলে চিন শেষ পর্যন্ত লড়াই করবে,’ জানিয়েছে চিনের বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই লড়াই কী ভাবে হবে, তা স্পষ্ট করেনি শি জিনপিঙের সরকার। সে ক্ষেত্রে চিনে রফতানি করা আমেরিকার পণ্যে শুল্কের বোঝা বৃদ্ধির সম্ভাবনাও থাকবে।কোপ পড়তে পারে চিনের মাটিতে কাজ চালানো মার্কিন সংস্থাগুলির উপরেও।