বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই পাল্টে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার অবস্থান। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী করতে রাজি নন ট্রাম্প।আর তারই প্রতিফলন পড়ল ইউক্রেন যুদ্ধে উত্তেজনা কমানো, শত্রুতার দ্রুত সমাপ্তি এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি খসড়া প্রস্তাবের ভোটাভুটিতে। এক্ষেত্রে রাশিয়ার পক্ষেই ভোট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং গোটা ব্যাপারটা কিয়েভের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্র দেশগুলোর উত্থাপন করা ‘ অ্যাডভান্সিং আ কম্প্রিহেনসিভ, জাস্ট এন্ড লাস্টিং পিস ইন ইউক্রেইন্’ শীর্ষক খসড়া প্রস্তাবের উপর ভোট দেয়। যার মধ্যে ৯৩টি ভোটের পক্ষে, ৬৫টি ভোটদান থেকে বিরত এবং ১৮টি ভোটের বিপক্ষে গৃহীত হয়।ভারত সবসময় কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলেছে,শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।তাই এক্ষেত্রেও ভোটদানে বিরত থেকেছে।
অতীতে জো বাইডেনের সময়কালে এই যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটন কিয়েভের প্রতি সমর্থন জানিয়েছিল এবং মস্কোর নিন্দা করেছিল।গত মাসে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের সম্পর্কের অবনতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বাকযুদ্ধ গোটা প্রেক্ষাপটটাই পাল্টে দিয়েছে।