অভিনেতা মনোজ কুমার প্রয়াত

Published By Subrata Halder On 4th April 2025 at 11:05am

বঙ্গবার্তা ব্যুরো,
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, ভুগছিলেন হার্টের সমস্যায়। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন।ভুগছিলেন বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায়। দেশ আর দেশপ্রেম বিষয়ক সিনেমায় অভিনয়ে এক বিশেষ পরিচয় তৈরি করেছিলেন। দেশের চলচ্চিত্রে ওকৌন থি, ক্রান্তির মত অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। অধুনা পাকিস্তানের অন্তর্গত খাইবার পাখতুনখাওয়ায় ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তাঁর আসল নাম ছিল হরিকৃষ্ণন গোস্বামী।

মাত্র ২০ বছর বয়সে ফ্যাশন ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক ছবিতে কাজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তিনি ভারত কুমার নামেও পরিচিত ছিলেন। পেয়েছেন ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার। পদ্মশ্রী সম্মানে ১৯৯২ সালে সম্মানিত হন তিনি। রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন মনোজ কুমার। যোগ দিয়েছিলেন বিজেপিতে। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

00:42