বই মেলা স্টল বিতর্ক, বিশ্ব হিন্দু পরিষদের মামলা খারিজ

VHP case dismissed by Kolkata High Court

বঙ্গবার্তা ব্যুরো,


বিশ্ব হিন্দু পরিষদের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা বই মেলায় স্টল করতে চেয়ে আবেদন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই আবেদনে সায় দিতে রাজি হয়নি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। শেষ পর্যন্ত বিষয়টি কলকাতা হাইকোর্ট অবধি গড়ায়।


বিচারপতি অমৃত সিনহার এজলাসে ওঠে মামলা। গিল্ডের পক্ষ থেকে আদালতকে জানানো হয় বিশ্ব হিন্দু পরিষদের প্রকাশনা অত্যন্ত সেন্সেটিভ একই সঙ্গে বিতর্কিত। তাঁরা কোনও রকম বিতর্ক চান না। অন্যদিকে বিশ্বহিন্দু পরিষদের আইনজীবী জানান, গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে অনেক শর্ত দেওয়া হয়েছিল। তাঁরা সে সব শর্ত মেনে ৬০০ স্কোয়ার ফুট জায়গার আবেদন করে। গিল্ড কিছু জানায় নি। এমনকি ১০ ই জানুয়ারি ইমেল করে গিল্ডের জবাব জানতে চাওয়া হলেও তারা কিছু জানায় না। এই পরিস্থিতিতেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
বিচারপতি অমৃত সিনহা গিল্ডের কাছে জানতে চান, ভিএইচপির যে পাবলিকেশন আছে তা তাঁরা জানেন কিনা। এত বছর ধরে তাঁদের অনুমতি দিয়ে আসছেন, তখন জানতেন না যে তাদের প্রকাশনা স্পর্শকাতর। তাহলে কেন অনুমতি দিয়েছিলেন। বিচারপতি এ কথা বললেও শেষ পর্যন্ত মামলা খারিজ করে দিয়েছেন।


বিচারপতি অমৃত সিনহার এজলাসে ওঠে মামলা। গিল্ডের পক্ষ থেকে আদালতকে জানানো হয় বিশ্ব হিন্দু পরিষদের প্রকাশনা অত্যন্ত সেন্সেটিভ একই সঙ্গে বিতর্কিত। তাঁরা কোনও রকম বিতর্ক চান না। অন্যদিকে হিন্দু পরিষদের আইনজীবী জানান, গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে অনেক শর্ত জানানো হয়। তাঁরা সে সব শর্ত মেনে ৬০০ স্কোয়ার ফুট জায়গার আবেদন করে। গিল্ড কিছু জানায় না। এমনকি ১০ জানুয়ারি ই মেল করে গিল্ডের জবাব জানতে চাওয়া হলেও তারা কিছু জানায় না। এই পরিস্থিতিতেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।


বিচারপতি অমৃত সিনহা গিল্ডের কাছে জানতে চান, ভি এইচ পির যে পাবলিকেশন আছে তা তাঁরা জানেন কিনা।এত বছর ধরে তাঁদের অনুমতি দিয়ে আসছেন, তখন জানতেন না যে তাদের প্রকাশনা স্পর্শকাতর। তাহলে কেন অনুমতি দিয়েছিলেন। বিচারপতি এ কথা বললেও শেষ পর্যন্ত মামলা খারিজ করে দিয়েছেন।