Published By Subrata Halder on 3rd April 2025 at 06:27pm
বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্বের বিভিন্ন দেশের উপর নানা হারে শুল্ক চাপানোয় এবার বিশ্বনেতাদের তোপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পরেই বিশ্বে বাণিজ্য ক্ষেত্রে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ট্রাম্পের শুল্কনীতি নিয়ে খুশি নন বিশ্বনেতারা। অনেক বিশ্বনেতাই জানিয়ে দিয়েছেন যে তাঁরা যুদ্ধের জন্য প্রস্তুত। বাণিজ্য যুদ্ধকে তীব্রতর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্কের জবাবে একের পর এক পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন। ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সকল পণ্যের উপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক বসাবেন এবং কিছু প্রধান বাণিজ্যিক অংশীদার দেশের উপর আরও উচ্চ হারে শুল্ক বসাবেন।

অস্ট্রেলিয়ান বিফের উপর ট্রাম্পের কঠোর শুল্কের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, এই অন্যায্য সিদ্ধান্তের মূল্য মার্কিন জনগণকেই বেশি দিতে হবে।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগেই ট্রাম্পের ব্যাপক শুল্কের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তার দাবি এটি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে মৌলিকভাবে বদলে দেবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টমার কঠোর ভাষায় বলেছেন, বাণিজ্য যুদ্ধ কারও জন্যই ভালো নয়। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং কোনো বিকল্পই আমরা বাদ দিচ্ছি না। জার্মানি সতর্ক করেছে যে বাণিজ্য যুদ্ধ উভয় পক্ষের ক্ষতি করে। ফ্রান্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এপ্রিলের শেষের আগে ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
চিনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনকে অবিলম্বে এই শুল্ক বাতিল করতে বলেছে। তাদের দাবী তা নাহলে, বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করবে এবং মার্কিন স্বার্থ ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের ক্ষতি করবে। লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিল বুধবার ট্রাম্পের ১০শতাংশ শুল্কের বিরুদ্ধে একটি আইন পাস করেছে।রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা গত সপ্তাহে বলেছিলেন, আমরা এই শুল্কের মুখে নিশ্চুপ থাকতে পারি না
