সরকারি বাসের অভাব নেই, কিন্তু চালানোর লোক অমিল, সংকটে পরিষেবা

West Bengal government bus driver shortage 2025

Upload By K. Halder at 27th April 2025, 02:35 PM

বঙ্গবার্তা ব্যুরো,
রাস্তায় কেন সরকারি বাস কম? সরাসরি মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পরিবহণ মন্ত্রীকে। এরপরেই নড়াচড়া শুরু হয় পরিবহণ দফতরে।
পরিবহন দফতর সূত্রে খবর ডিপোয় বাস পড়ে থাকার আসল কারণ হল বাস চালক এবং কন্ডাক্টরের ঘাটতি। তার উপর প্রায় প্রতি মাসেই ২০ জন করে চালক এবং কণ্ডাক্টর চাকরি থেকে অবসর নিচ্ছেন। তাছাড়া এখনও যারা কাজ করছেন তাদের বয়স হয়েছে, অনেকেই চোখের সমস্যায় ভুগছেন। ফলে তাদের দিয়ে বাস চালানো ঝুঁকির বিষয়।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঠিক করে ৪৮০ জন ড্রাইভার এবং ৪০০ জন কন্ডাক্টর নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে। সরকার সরাসরি এই নিয়োগ করবে না তারা এজেন্সির মাধ্যমে এই নিয়োগ করবে। ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগের ক্ষেত্রে কিছু যোগ্যতা মান ঠিক করে দিয়েছে সরকার। দু ক্ষেত্রেই বয়স হতে হবে ৪০ এর মধ্যে। বাস চালকের জন্য এইট পাস হতে হবে এবং কণ্ডাক্টরের জন্য মাধ্যমিক পাস।
সরকার ড্রাইভারদের জন্য মাসে ষোল হাজার এবং কণ্ডাক্টরদের জন্য মাসে সাড়ে তেরো হাজ়ার টাকা বেতন দেবে। মূল সমস্যা এই বেতন নিয়েই। এত কম বেতনে কেউ কাজ করতে চাইছে না। যে সব সংস্থা এই কাজের জন্য বিজ্ঞাপন দিয়েছিল সেখানে তার জবাব সে ভাবে আসেনি। ফলে রাস্তায় সরকারি বাস এখুনি বাড়ানোর উদ্যোগ বাস্তবায়িত করা কঠিন হয়ে পড়ছে।

02:04