ওড়িশায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক, উদ্বেগ প্রকাশ করে চিঠি মুখ্যসচিবের

বঙ্গবার্তা ব্যুরো,

ওড়িশার বিভিন্ন জেলায় কাজে গিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হয়রানি ও অন্যায় ভাবে আটক করা হচ্ছে। এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ চিঠি দেন ওড়িশার মুখ্যসচিব শ্রী মনোজ আহুজাকে। বিষয়টিতে অবিলম্বে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি।

চিঠিতে রাজ্যের মুখ্যসচিব উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ জীবিকার সন্ধানে ওড়িশার বিভিন্ন অঞ্চলে যান। যেমন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক, রিকশাচালক, গৃহকর্মী এবং দীর্ঘদিন বসবাসরত পরিবার। এরা সকলে ওড়িশার শ্রমশক্তি ও আর্থসামাজিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দুঃখজনক বিষয় যে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এদের অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে অন্যায়ভাবে হয়রান হতে হচ্ছে। মুখ্যসচিবের মতে, এটি অন্যায়। বিষয়টি একদিকে যেমন বৈষম্যমূলক, তেমনি ভারতীয় নাগরিকদের মর্যাদা ও আইনি সুরক্ষার অধিকারকে লঙ্ঘন করছে বলেও তিনি উল্লেখ করেন।

চিঠিতে বলা হয়েছে, পারাদীপ সহ উপকূলবর্তী জেলা যেমন জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর ও কটকে বহু বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হচ্ছে। অনেক সময় আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল ও অন্যান্য পরিচয়পত্র থাকলেও তাদের দাবি খারিজ করা হচ্ছে। এমনকি অনেককে পূর্বপুরুষের জমির নথিপত্র খুঁজে আনতে বলা হয়েছে, যা এই ধরনের পরিযায়ী শ্রমিকদের পক্ষে একেবারেই অযৌক্তিক ও অসংগত দাবি।

19:56