মাধ্যমিকের ফল প্রকাশ নির্দিষ্ট সময়েই, দাবী শিক্ষা মন্ত্রীর

West Bengal Education Minister Bratya Basu addressing press on Madhyamik results

Upload By K. Halder at 8th March 2025 ,06:32 PM

বঙ্গবার্তা ব্যুরো,
মখ্যমন্ত্রী যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের পাশে মানবিক ভাবে থাকতে চেয়েছেন। তার এই উদ্যোগকে খোলা মনে গ্রহণ করা উচিত । মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এ কথা বলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু । তিনি বলেন কে কী বলল তা জানি না, সরকার আইনি পথেই চাকরি হারাদের পাশে থাকবে।


সোমবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যারা যোগ্য সরকার তাদের পাশে থাকবে। তিনি আশ্বাস দিয়েছেন কারুর চাকরি যাবে না। সে কথার উল্লেখ করে মঙ্গলবার ব্রাত্য বসু বলেন মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রাখা উচিত।


এদিকে যাদের চাকরি গিয়েছে তাদের অনেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছেন। তাদের চাকরি যাওয়ায় মধ্যমিকের ফল প্রকাশে দেরি হবে কিনা জানতে চাওয়া হলে ব্রাত্য বসু বলেন, মাধ্যমিকের ফল ঠিক সময়েই প্রকাশ করা হবে।খুব তাড়াতাড়ি মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশের দিন জানিয়ে দেবে।

04:32