Upload By K. Halder at 28th April 2025, 08:31 AM
বঙ্গবার্তা ব্যুরো,
নিয়মিত হোক বা অনিয়মিত, সারা দেশে মদ্যপানে আসক্ত বেশিরভাগ মানুষ। যদিও পুরুষরাই মদ্য পানে বেশি আসক্ত। তবে সময় যত এগোচ্ছে মেয়েদের মধ্যেও মদ্য পানের আসক্তি বাড়ছে সেই চিত্র উঠে এসেছে কেন্দ্রের তৈরি সার্ভে রিপোর্টে। কিন্তু এই বিষয়ে দেশের বহু রাজ্যের চেয়ে অনেক অনেক পিছিয়ে বঙ্গ নারী। এই তথ্য জানাচ্ছে কেন্দ্রের ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্ট।
সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, দেশের বেশ কিছু রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়ছে। তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য রয়েছে।
তালিকার প্রথমেই আছে অরুণাচল প্রদেশ। এখানকার ২৪ শতাংশ মহিলা মদ্যপানে আসক্ত। এরা মূলত ভাত থেকে স্থানীয় ভাবে তৈরি মদ্যপানেই বেশি আসক্ত।
এরপরেই রয়েছে সিকিম। এখানে প্রতি ১০০ জন মহিলার মধ্যে ১৬জন , সোমরস পানে অভ্যস্ত।তবে এরাও স্থানীয় পানীয় ছাং পান করতেই বেশি পছন্দ করেন।
তৃতীয় স্থানে অসম। এখানকার সাত দশমিক তিন ভাগ নারী মদ্যপান করেন।
চতুর্থ স্থানে তেলেঙ্গানা। এই রাজ্যের গ্রামের মহিলারা মদ্যপান বেশি করেন। শতকরা হার ছয় দশমিক সাত।
পাঁচ নম্বরে ঝাড়খণ্ড। এখানকার গ্রামীন মহিলারা বেশি মদ খেতে ভালবাসেন। শতকরা ছয় দশমিক এক শতাংশ নারী মদ্যপান করেন।
তালিকার একদম শেষের দিকে নাম রয়েছে পশ্চিমবঙ্গের। সমীক্ষা বলছে এই রাজ্যের মহিলারা মদ্যপানে তেমন আগ্রহী নন। রাজ্যের মাত্র শূণ্য দশমিক চার শতাংশ নারী মদ্যপান করে থাকেন। তবে এই পরিসংখ্যান শুনে একটু আশ্চর্য্য হচ্ছেন পুরুষ
মদ্যপায়ীরা। তবে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়া শিল্প সংস্কৃতির পিঠস্থান বাংলার মেয়েদের মদ্য পানে অনাসক্তি একটি ভালো লক্ষণ বলে মনে করছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞরা। রাজ্যে যেখানে ঢালাও মদের লাইসেন্স দেওয়া হয়েছে, মদ বিক্রিতে রেকর্ড অর্থ আসছে সরকারের কোষাগারে সেখানে মেয়েরা এর প্রভাব মুক্ত থাকছেন সেটি বঙ্গ মেয়েদের
নৈতিকতার জয় বলে জানাচ্ছেন সমাজ গবেষকরা।