বাবাকে বান মেরেছে সন্দেহে, ডোমকলে দাদাকে বেধড়ক পেটাল ভাই

Witchcraft accusation leads to brother's assault in Domkal

Upload By K. Halder at 20th March 2025, 11:29 AM

বঙ্গবার্তা ব্যুরো,
একবিংশ শতকে দাঁড়িয়েও বান কিংবা গুন তুঁকের মতো কুসংস্কারে বিশ্বাস করে দাদার উপর হামলা। বাবাকে বান মারার সন্দেহে দাদাকে সৎ ভাইয়ের মারের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের মধুরকুলে। শনিবার সন্ধ্যায়, নিফাজ শেখ নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তাঁর সৎ ভাই আরব শেখের বিরুদ্ধে।

ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই নিফাজ ও আরব শেখের বাবার শারীরিক অবস্থা ভালো নয়। তা নিয়েই বাড়ির মধ্যে চলছিল চাপা উত্তেজনা। অসুস্থতার জন্য চিকিৎসকের পরিবর্তে কবিরাজ ডেকে আনা হয়। সেই কবিরাজের কথাতেই পরিবারের একাংশের সন্দেহ নিফাজই নাকি বান মেরেছে তার বাবাকে।

সেই সন্দেহ থেকে শনিবার সন্ধ্যায় বচসা বাধে দুই ভাইয়ের মধ্যে। অভিযোগ সেখান থেকেই হাতাহাতি ও পরে ব্যাপক মারধর শুরু করে আরব শেখ।নিফাজের পরিবারের দাবি কোনও প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে চাইছে তার সৎ মা ও ভাই।

ইতিমধ্যে গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান নিফাজের স্ত্রী ও পিসি।একবিংশ শতকে দাঁড়িয়েও বান কিংবা গুন তুঁকের মতো কুসংস্কারে বিশ্বাস করে এমন বর্বরতায় রীতিমতো হতবাক স্থানীয় মানুষ।

20:25