ফের ধর্নায় বসলেন চিকিৎসকরা। কলকাতা হাই কোর্টের কাছ থেকে অনুমতি নিয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে শুক্রবার থেকে ফের ধর্নায় বসেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়া ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন। ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দাখিল করতে না পারাতেই ওই দুজনকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন মৃত চিকিৎসকের বাবা-মা। বিভিন্ন জায়গায় প্রতিবাদও শুরু হয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে ধর্নায় বসার জন্য পুলিশের অনুমতি চাওয়া হলে তা অবশ্য মেলেনি। তাই তাঁরা বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে ধর্নায় বসার অনুমতি দেয়েছেন। তবে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামকে বিচারপতির নির্দেশ, ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দিনরাত অবস্থান করা যাবে। তবে ডোরিনা ক্রসিং থেকে ৫০ ফুট ছেড়ে মঞ্চ বাঁধতে হবে। ৪০ ফুটের বেশি জায়গাজুড়ে এই মঞ্চ বাঁধা যাবে না। পাশাপাশি ২০০-২৫০ বেশি চিকিৎসক বা সমর্থকদের একসঙ্গে একসময়ে জমায়েত করা যাবে না। যানজট যাতে না হয় সেই কারণে এই নির্দেশ বলে খবর।