নিউটাউনের বাড়ি থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার

Published By Subrata Halder, 02 June 2025, 05:02 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দুর্গন্ধে নাক ঢাকতে হচ্ছে যারাই
সেখান দিয়ে যাচ্ছেন। নিউটাউনের বাড়িতে উদ্ধার এক মহিলার পচাগলা দেহ। বছর তিরিশের পম্পা দাস নামে ওই মহিলা উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা।
রবিবার নিউটাউনের জ্যোতিনগরের একটি বাড়ির সামনে তীব্র দুর্গন্ধে ছড়ায়, সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। নিউটাউন থানার পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। জানা গেছে, মহিলা একাই সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আত্মহত্যা নাকি খুন, জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে একাকী মহিলার দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়। জ্যোতিনগরে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন মহিলা। পেশা কী ছিল, তা জানা নেই কারও। গত তিনদিন ধরে পম্পাকে বাড়ি থেকে বেরতে দেখেননি প্রতিবেশীরা। পথেঘাটেও তাকে দেখা যায়নি। ফলে সন্দেহ হয়। রবিবার বিকেলের দিকে খোঁজ করতে বাড়ির দিকে যান স্থানীয় মানুষজন। কিন্তু বাড়ির সামনে যাওয়ামাত্রই পচা দুর্গন্ধ নাকে আসে তাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউটাউন থানার পুলিশকে।
পুলিশ সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। তা ঝুলন্ত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। পম্পাদেবী কি আত্মহত্যা করেছেন নাকি একাকী মহিলা পেয়ে কেউ তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দেহ আপাতত ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে ন্যাজাটে,পম্পা দাসের বাড়িতে। মৃত্যু ঘিরে এলাকায় আত্নকিত মানুষ, যারা পম্পাকে চিনতেন, মৃত্যুর খবর তাদের বিশ্বাসই হচ্ছে না। পুলিশ তদন্তের স্বার্থে বাড়ির ওই ঘরটি সিল করেছে।

03:47