হাওড়ার সাঁকরাইলে কারখানায় আগুন লেগে শ্রমিকের মৃত্যু

Flames and smoke rise from thermocol factory in Sankrail, Howrah

পীযূষ চক্রবর্তী,
ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল কারখানার শ্রমিকের। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের একটি থার্মোকল কারখানায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা।


জানা গিয়েছে, এদিন বিকেলে সাঁকরাইলের আলমপুর মোড়ে থার্মোকলের গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়। সেই সময় ওই কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন।

দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার মধ্যেই পাশের কারখানার এক শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃতের নাম আকাশ হাজরা। তিনি থার্মোকলের কারখানার পাশে আর একটি কারখানায় কাজ করতে এসেছিলেন। তবে কিভাবে তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে দমকল কর্মীরা মনে করছেন, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।


এদিকে তুলসীবেড়িয়া এলাকার বাসিন্দা ওই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন বাকি শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কারখানার ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কী থেকে আগুন লাগল তা খতিয়ে দেখছে ফরেন্সিক বিশেষজ্ঞরা।

05:17