পীযূষ চক্রবর্তী,
অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করায় তরুণী আইনজীবীকে ধারাল অস্ত্রের কোপ। ওই আইনজীবীর হাতে মারাত্মক আঘাত লেগেছে। চারু মার্কেট থানায় দায়ের হয়েছে অভিযোগ। পাল্টা ওই তরুণী আইনজীবীর পরিবারের বিরুদ্ধে হামলার অভিযোগ থানায় করেছেন অভিযুক্তরা।
জানা গিয়েছে, অবৈধ পার্কিংয়ের প্রতিবাদ করেছিলেন ওই আইনজীবী। প্রতিবাদ করাই দুপক্ষের মধ্যে বচসা হয়। তারপরই ওই আইনজীবীকে মারধর শুরু করেন অভিযুক্তরা। আইনজীবীর হাতে কোপ মারা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই তরুণীকে ধর্ষণ ও খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চারু মার্কেট থানার গোবিন্দ ব্যানার্জি লেনে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন আক্রান্ত আইনজীবী। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবশ্য ওই আইনজীবীর বাবার বিরুদ্ধে জোর করে পুলিশকে টাকা দিয়ে অবৈধ নির্মাণ করার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, অবৈধ নির্মাণের প্রতিবাদ করাতেই ওই আইনজীবী দলবল নিয়ে এসে তাদের মারধর করে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছে।
প্রকাশ্য রাস্তায় কোপ মহিলা আইনজীবীকে, ভয়াবহ ঘটনা কলকাতায়
