
শহরে ফের বহুতল থেকে পড়ে মৃত্যু হলেও এক বৃদ্ধের। সোমবার ঘটনাটি ঘটেছে বিবাদী বাগ এলাকার একটি বহুতলে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। অনেক উঁচু থেকে তিনি পড়ে যাওয়ায় নেতাজি সুভাষচন্দ্র রোড লাগোয়া ফুটপাথের একাংশে ফাটল ধরে।
এদিকে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও পুলিশ এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে।