কোনও নিয়ম না মেনেই বাংলাদেশে যাচ্ছে বোল্ডার বোঝাই গাড়ি

কোনও নিয়ম না মেনেই বাংলাদেশে বোল্ডার নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। আন্তর্জাতিক বাণিজ্য নগরী চ্যাংড়াবান্ধার আইসিপি জিরো পয়েন্ট হয়ে ভুটান ও ভারতের মিলিয়ে প্রায় ২০০- ৩০০টি বোল্ডার বোঝাই ট্রাক প্রতিদিন বাংলাদেশে যায়। নিয়ম অনুযায়ী পাথর বা বোল্ডার বোঝাই বাংলাদেশগামী ট্রাক ত্রিপল বা প্লাস্টিক দিয়ে বাঁধা অবস্থায় যাবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগা দিয়ে উন্মুক্ত অবস্থায় বোল্ডার বোঝাই পণ্যবাহী ট্রাক চ্যাংড়াবান্ধা জিরো পয়েন্ট সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে । চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে জিরো পয়েন্ট যেতে এই রাস্তার মধ্যেই পড়ে চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়। ব্যস্ততম এই রাস্তায় এভাবে উন্মুক্তভাবে পাথর যাওয়া হলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু প্রশাসন কেন নির্বিকার উঠছে প্রশ্ন।
এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায় জানান বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।