
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক মুহুরি। ব্যাঙ্কশাল আদালতের ওই মুহুরিকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানা। জানা গিয়েছে, বছরখানেক আগে আইনি বিপাকে পড়েছিলেন ওই মডেল-অভিনেত্রী। সেই সময় ওই মুহুরির সঙ্গে পরিচয় হলে নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত। তারপর দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যার কথা বলে ওই মুহুরি অভিনেত্রীর কাছ থেকে টাকা নিতেন। ধাপে ধাপে প্রায় ১২ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মুহুরি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও করেছিলেন বলে ওই অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন। পরে অভিযুক্ত তাঁর সঙ্গে ব্ল্যাকমেল করেন বলেও অভিনেত্রীর অভিযোগ। পরে নির্যাতিতা জানতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন ওই মুহুরি। তাঁকে মিথ্যা পরিচয় দিয়েছিলেন। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই মুহুরিকে গ্রেফতার করে।