নিউটাউনে ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে

পীযূষ চক্রবর্তী,
এতদিন বিধায়ক বাবার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছিল, এবার ছেলের বিরুদ্ধেও সেই একই অভিযোগ উঠল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে নিউ টাউনে এক ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠেছে। বন্ধুদের সঙ্গে নিয়ে ওই ডেলিভারি বয়কে ব্যাপক মারধর করেন শওকতের ছেলে ইমরান মোল্লা। বুধবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় নিউটাউন এলাকায়। পরে নিউটাউন থানায় ইমরান ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ডেলিভারি বয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই ডেলিভারি বয় থানায় অভিযোগে জানিয়েছেন, ইমরান ও তার সঙ্গীরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। তাকে ক্রমাগত বিরক্ত করছিল। ইমরানেদের বেপরোয়া গাড়ি চালানোর জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। একটা সময় বালিগড়ি ভাঙার মোড়ের কাছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তখন ওই গাড়ির সামনে ডেলিভারি বয় বাইক নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, কেন তাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছিল? প্রতিবাদ করতে গেলে ইমরান ও তার সহযোগীরা গাড়ি থেকে নেমে তাকে সেই সময় আচমকাই অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া শুরু করে। তখন ইমরান নিজেকে শওকত মোল্লার ছেলে বলে দাবি করে বলতে থাকেন, তার কেউ কিছু করতে পারবে না। তার পরই তারা ডেলিভারি বয়কে মারধর শুরু করেন বলে অভিযোগ।
এই বিষয়ে শওকত বা তার ছেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।