বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লির ভোট শুরুর ঠিক আগেই চাপে পড়ল আম আদমি পার্টি। দলের আহ্বায়ক অরবিন্দ কেরিওয়ালের বিরুদ্ধে হরিয়ানা পুলিশ এফ আই আর করেছে। অন্যদিকে দলের তিন বারের বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধেও এক মহিলা অশোভন আচরণের অভিযোগ তুলেছেন। আপ বিধায়ক আমানাতুল্লা খানের বিরুদ্ধেও দিল্লি পুলিশ এফ আই আর দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে ভোটের আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে এই এফ আই আর করা হয়েছে বলে দিল্লি পুলিধ সূত্রে জানানো হয়েছে।
বুধাবার দিল্লির এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৭০ আসনের এই বিধানসভায় বেলা একটা পর্যন্ত তেত্রিশ দশমিক তিন এক শতাংশ ভোট পড়েছে। ভোটের হার ওই সময় পর্যন্ত সবচেয়ে বেশি ছিল মুস্তাফাবাদ কেন্দ্রে। বেলা একটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪৩ শতাংশ।
এবার দিল্লিতে ত্রিমুখী লড়াই। আপ, বিজেপি এবং কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিক হলেও আপ এবং কংগ্রেস এক অপরের বিরুদ্ধে লড়াই করছে। ভোটের ফল বেরবে আট তারিখ।কেন্দ্রে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এলেও বিজেপি এখনও দিল্লি জয়ে ব্যর্থ। এবার তারা সেই ব্যর্থতা কাটিয়ে জয় হাসিল করতে পারে কিনা সেটাই দেখার। অন্যদিকে সমস্ত বাধা টপকে কেজরিওয়াল তৃতীয়বারের জন্য দিল্লিবাসীর মন জয় করতে পারবেন কিনা সেটাও বড় প্রশ্ন। অন্যদিকে কংগ্রেস দিল্লিতে তাদের হারানো জমি ফিরে পায় কিনা সেটাই দেখার।
এখনও পর্যন্ত ভোটে বড় কোনও ঝামেলার খবর পাওয়া যায় নি।সকাল সকালই সব ভি আই পিরা তাঁদের ভোটধিকার প্রয়োগ করেছেন।