তিরুপতি লাড্ডু কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার তিন ডেয়ারির প্রধান

বঙ্গবার্তা ব্যুরো,
দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া তিরুপতি লাড্ডু কেলেঙ্কারির ঘটনার তদন্তে এবার চার অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। সোমবার অভিযুক্তদের আদালতে পেশ করা হলে চার জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া বিখ্যাত তিরুপতি লাড্ডুতে মাংসের চর্বি ও মাছের তেল মেশানোর অভিযোগউঠেছিল। পূর্ববর্তী জগনমোহন রেড্ডির সরকার থাকাকালীন এই ঘটনা ঘটে বলে অভিযোগ তোলেন বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।যদিও জগনমোহন রেড্ডি যদিও এই সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন।

প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল ব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন ভক্ত ও সনাতনীরা। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়। গত বছরের অক্টোবর মাসে লাড্ডু মামলায় নিরপেক্ষ কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।আদালত যে তদন্তকারী দল গড়ে দিয়েছে, তাতে সিবিআইয়ের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং ‘খাদ্য নিরাপত্তা এবং মান বিষয়ক কর্তৃপক্ষ’ (এফএসএসএআই)এর আধিকারিকেরাও রয়েছেন।গত কয়েকমাস ধরে চলা তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। লাড্ডু পরীক্ষার রিপোর্টে দেখা যায় তাতে গরুর চর্বি ও মাছের তেল ছাড়াও রয়েছে পাম তেল। আর এরপরেই চারজনকে গ্রেফতারি বলে জানা গিয়েছে।