বঙ্গবার্তা ব্যুরো,
প্রস্তাব পেলে বাংলার কোচ হতে রাজি ঋদ্ধিমান সাহা। বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এসে বাংলার কোচের দায়িত্ব নেওয়া নিয়ে অকপট সদ্য প্রাক্তন বঙ্গ উইকেটরক্ষক। দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা ক্রিকেটের প্রয়োজনে কাজে লাগাতে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। এমনকি নাইট রাইডার্সও ঋদ্ধিমানকে সহকারী হিসেবে কোচ হিসেবে চেয়েছিল। কিন্তু ডাগ আউটে বসার অভ্যাসে আরও একটু সড়গড় না হয়ে সেই প্রস্তাবে হ্যাঁ বলতে রাজি হননি। বর্তমান প্রেক্ষাপটে অবস্থান বিচার করে পদক্ষেপ নিতে পছন্দ করা ঋদ্ধিমান জানিয়েছেন প্রস্তাব পেলে বাংলার কোচ হতে রাজি। অবসরের পরে ক্রীড়াবিদদের বায়োপিক হয়ে থাকে। ঋদ্ধিমান সাহার কাছে সেই প্রস্তাব এসেছে কি এই প্রশ্ন শুনেই তার উত্তর আমাকে নিয়ে সিনেমা কেউ বানাতে চাইবে না।
কতটা সুযোগ রয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার। বুমরার অনুপস্থিতি কি ভারতীয় দলের ধাক্কা। ঋদ্ধিমান বলছেন বুমরার না থাকা অবশ্যই বড় ধাক্কা। তবে পারফরম্যান্সের জন্য কেবলমাত্র কোচ এবং অধিনায়ক নয় সকলকেই দায়িত্ব নিতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই চান ঋদ্ধিমান। উইকেটরক্ষার দায়িত্বে নিজের ভোট ঋষভ পন্থের দিকে থাকলেও বিষয়টি টিম ম্যানেজমেন্টের ওপর ছাড়তে চান। কারন দলের প্রয়োজনে যে উপযোগী তারই খেলা উচিত বলে মনে করেধ। একইভাবে হর্ষিত রাণার নির্বাচন নিয়েও উপযোগীতার কথা ঋদ্ধিমানের মুখে। তবে সব মিলিয়ে ভারতীয় দলের সাফল্য নিয়ে আশাবাদী।
বাংলাদলের কোচ হতে রাজি ঋদ্ধিমান সাহা
