ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে কি খেলবেন বুমরাহ এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সব ম্যাচে খেলানো হবে না তাকে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি না খেললে ভারতীয় দল কিছুটা দুর্বল হবে, এই ম্যাচ আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজে সমতা ফেরানোর জন্য।।
এই পরিস্থিতিতেশনিবার অনুশীলনে এসে ফিটনেস পরীক্ষা করার পরেই সোজা নেটে চলে যান বুমরাহ। , মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণদের সঙ্গে একটানা অনেক ক্ষণ ধরে বোলিং করেন। বেশ কিছু ক্ষণ বল করেন তাঁরা।
। প্রথম টেস্ট হারের পরও ভারতীয় কোচ গৌতম গম্ভীর পরিষ্কার করে দিয়েছিলেন যে, সর্বাধিক তিনটে টেস্ট খেলানো হবে বুমরাহকে।
হেডিংলে টেস্ট হারের পরেও সেই পরিকল্পনায় কোনও নড়চড় ঘটেনি। শুক্রবার থেকে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল প্রথম দিন অনুশীলনে কোন বোলিং করেননি বুমরাহ, তবে দ্বিতীয় দিন কিন্তু অনুশীলনের বোলিং করেছেন বলেই সূত্রের খবর।
হেডিংলিতে হারলেও ভারতীয় দল অবশ্য এখনই ভেঙে পড়ছে না। জিততে না পারলেও ব্যাটিং বেশ ভাল হয়েছে। মূলত টপ ও মিডল অর্ডার। ২ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। শনিবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলার প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, প্রথম ইনিংসে যে জায়গায় বল করার দরকার ছিল তার থেকে আগে বল করছিলাম। দ্বিতীয় ইনিংসে একটু ভাল বল করেছি। তবে উইকেট অনেকটা স্লো হয়ে গিয়েছিল। পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।চাইছিলাম ফুল লেংথে বল করতে।
একই সঙ্গে ভারতীয় দলের পেসার উল্লেখ করেছেন, সাজঘরে প্রত্যেকে অনুপ্রাণিত। আসলে আমরা আগেই বলেছি, এই সিরিজটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে কোনও কোনও সময় আমরা সমস্যায় পড়লেও লড়াই চালিয়ে গিয়েছি। আমরা পরিকল্পনা মফি খেলতে চেয়েছিলাম এবং সেই অনুসারী খেলেছি।

