৬০ বছরেও নতুন করে প্রেমের সম্পর্কে আমির খান,প্রকাশ্যে আনলেন প্রেমিকাকে

বঙ্গবার্তা ব্যুরো,
১৪ মার্চ, শুক্রবার, হোলির দিনই আমিরের জন্মদিন। আর সেই জন্মদিনের আগেই নতুন করে জীবনে আবার প্রেম ফিরে আসার কথা ঘোষণা করে দিলেন সুপারস্টার। জন্মদিনের আগেই সংবাদমাধ্যমের সঙ্গে প্রাক-জন্মদিন উদযাপনে মেতেছিলেন আমির খান। কেক কেটে প্রি-বার্থডে সেলিব্রেশনের মুহূর্তে আমিরি স্টাইলে সবাইকে নতুন ভালবাসার মানুষটি কে তা সারপ্রাইজ দিয়েছেন। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল আমিরের নতুন প্রেমিকার কথা।এবার জানা গেল তাঁর নাম গৌরী, তিনি বেঙ্গালুরু নিবাসী।
দুবার বিবাহবিচ্ছেদের পরও ৬০ বছর বয়সেও আমিরের জীবনে আবারও ফিরে এসেছে নতুন প্রেমের রং। কেক কেটে প্রি-বার্থডে সেলিব্রেশনের মুহূর্তে আমিরি স্টাইলে সবাইকে সারপ্রাইজ দিয়েছেন তিনি।বেঙ্গালুরুতে থাকা আমিরের নতুন প্রেমিকা গৌরী একটি স্যালোনের মালিক।তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। লন্ডন থেকে ফ্যাশন কোর্সের পাশাপাশি স্টাইলিং ও ফটোগ্রাফি নিয়ে পড়েছেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছয় বছরের এক সন্তানের মা গৌরী জানিয়েছেন যে তিনি আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করেন। দুজনের পরিচয় সেই ২৫ বছর আগে। পাপারাজ্জিদের নজর এড়িয়েই গৌরী বহুবার মুম্বইয়ে আমিরের বাড়িতে এসেছেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক্ জন্মদিন উদযাপনে তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে নতুন প্রেমিকার ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন আমির। অভিনেতার সেই আবেদন মেনেই প্রকাশ্যে আসে নি প্রেমিকা গৌরীর ছবি।