প্রয়াগরাজের কুম্ভমেলায় ভয়াবহ আগুন, কোনও হতাহতের খবর নেই

বঙ্গবার্তা ব্যুরো: রবিবার দুপুরে আচমকাই প্রয়াগরাজের কুম্ভমেলায় আগুন লাগে।১৯ নম্বর সেক্টরের পাশে একটি তাঁবুতে লাগা আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয়৷ চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়৷ দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক তাঁবু। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ভক্তরা ছুটে পালাতে শুরু করেন এদিক ওদিক।একাধিক জিনিস পুড়ে গিয়েছে বলে জানা গেছে৷ হুড়োহুড়িতে বহু মানুষ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে কী থেকে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে এডিজি ভানু ভাস্কর জানিয়েছেন, মেলার সেক্টর ১৯-এ দুটি থেকে তিনটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তাঁবুতে বড় আগুন লেগেছিল। তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই। গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দফায় দফায় আগুন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।তাঁর নির্দেশে পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা ঘিরে উত্তরপ্রদেশ জুড়ে উৎসবরে মরশুম।গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।