পর্দার কাহিনী বাস্তবের মাটিতে যুক্ত তাতে নৃশংসতা

বঙ্গবার্তা ব্যুরো,

জলি এল এল বি সিনেমাটা মনে আছে ? যেখানে মূল গল্প ছিল এক বড়লোকের ছেলে রাতের বেলায় নেশা করে গাড়ি চালিয়ে ফুটপাতে শুয়ে থাকা কয়েকজনকে চাপা দিয়ে মেরে ফেলেন। সিনেমায় দেখানো সেই ঘটনা বাস্তবে ঘটেছে গুজরাতের ভদোদরায়। এক যুবক মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক মহিলাকে পিষে দেন। কিন্তু উদ্বেগের বিষয়টি হলো এই যে সেখানেই না থেমে সে বলতে থাকে আরও একবার হয়ে যাক।সি সি টি ভি ক্যামেরায় ধরা পড়েছে প্রথমে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক বাইকে ধাক্কা মারে। তারপর ঐ মহিলাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার, নাম হেমালিবেন প্যাটেল। কালো রঙের একটি গাড়ি চালাচ্ছিল ওই যুবক। সবচেয়ে অবাক করা বিষয় হল মহিলাকে চাপা দিয়ে ঐ যুবকের উল্লাস বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির চালক চিৎকার করে বলছে আরও একবার হয়ে যাক। যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভদোদরার জয়েন্ট পুলিশ কমিশনার লীনা প্যাটেল জানিয়েছেন, অভিযুক্ত স্বীকার করেছে সে নেশা করেছিল। কী নেশা তা এখনও জানা যায় নি। তবে এই ঘটনা হতবাক ও উদ্বিগ্ন করছে সমাজের সর্ব স্তরের মানুষকে, ভাবিয়ে তুলেছে সমাজ চলেছে কোন পথে।