এ যেন সর্ষের মধ্যে ভূতের গল্প। ব্যাঙ্কের লকার থেকে কোটি টাকার হিরে ও সোনার গয়না চুরির ঘটনায় জড়িত কিনা ব্যাঙ্কেরই কর্মী ও তাঁর দাদা। পুলিশ গ্রেফতার করেছে ব্যাঙ্ককর্মী ও তাঁর দাদা উভয়কেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের একটি ব্যাঙ্কের লকার থেকে কোটি টাকার বেশি মূল্যের সোনা এবং হিরে গয়না উধাও হয়ে যায়। গত বছর ১৪ ডিসেম্বর পার্ক স্ট্রিট থানায় এক মহিলা এনিয়ে অভিযোগ দায়ের করেন। ব্যাঙ্কের লকারে রাখা তাঁর সোনা এবং হিরের গয়নার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা বলে দাবি করে লিখিত অভিযোগ ওই মহিলা দায়ের করলে পুলিশ একে একে ব্যাঙ্কের প্রায় সব কর্মীদের জেরা করে। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন ট্র্যাকও করা হয়। ওই ব্যাঙ্কের লকারের দায়িত্বে ছিলেন ব্যাঙ্ককর্মী মৌমিতা শী। তাঁর উপর বাড়তি নজর রাখা শুরু করেন তদন্তকারীরা। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছিলেন, মৌমিতাই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাই মৌমিতার গতিবিধির উপর বাড়তি নজর দিতে থাকে পুলিশ। কসবার বাসিন্দা মৌমিতা এবং তাঁর দাদা মিঠুন শী-র গতিবিধির উপর নজর রেখেছিল। কসবার বাড়িতে পুলিশ হানা দিলে সেখান থেকে নগদ ২৯ লক্ষ ৭২ হাজার উদ্ধার হয়। ওই দুজনকে জেরা করে লেকটাউনের একটি ফ্ল্যাট থেকে নগদ কয়েক লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। এছাড়া একটি বহু মূল্যবান গাড়ি, ব্যাঙ্কের নথি এবং বেশ কয়েকটি মোবাইল পাওয়া যায় সেখান থেকে। গ্রেফতার করা হয় মৌমিতা ও তাঁর দাদাকে। ধৃতেরা পুলিশকে জানিয়েছেন, হিরে ও সোনার গয়নার টাকাতেই তাঁরা ওই জিনিসই কিনেছিলেন। বাকি টাকা বাড়িতে রেখে দিয়েছিলেন অন্য কিছু কেনার জন্য।
পার্ক স্ট্রিটে ব্যাঙ্কের লকার থেকে কোটি টাকার গয়না চুরির অভিযোগে দাদা সহ গ্রেফতার ব্যাঙ্ককর্মী
