সোনারপুরে দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার মথুরাপুরে। মৃতদের নাম শশধর হালদার ও পায়েল হালদার। এদিন ঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। মহিলার দেহ পড়েছিল খাটে। তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গোটা খাট রক্তে ভেসে ছিল। শশধরের দেহ সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি হত। এদিন সকাল থেকে স্বামী, স্ত্রীর কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁদের আড়াই বছরের শিশু এদিন কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে আসে। তাকে ওই অবস্থায় দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ঘরে ঢুকে স্বামী-স্ত্রীর দেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে সোনারপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, পেশায় ট্রেনের হকার শশধর ছুরি দিয়ে স্ত্রীকে প্রথমে খুন করেন। তারপর নিজে আত্মহত্যা করেন। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।