সতর্ক থেকেই মানব কল্যাণে এআই ব্যবহারের বার্তা মোদীর

বঙ্গবার্তা ব্যুরো,
কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে – প্যারিসে এআই অ্যাকশন সামিটে এআইকে কাজে লাগিয়ে এগিয়ে চলার বার্তাই দিলেন ভারতের প্রধানমন্ত্রী। নীতি, অর্থনীতি, নিরাপত্তা থেকে শুরু করে সমাজ- সবক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তিনি। তবে এআই-এর প্রশংসা করলেও এই প্রযুক্তি পক্ষপাতিত্ব বা বৈষম্যমূলক এবং খারাপ উদ্দেশ্যে ব্যবহার সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এআই-এর ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাপী আলোচনার ক্ষেত্রে আন্তর্জাতিক এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এআই প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। এই শীর্ষ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং এর সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, “এই শতাব্দীতে মানবতার কোড হচ্ছে এআই। কিন্তু মানবতার ইতিহাসে প্রযুক্তিগত যা যা মাইলস্টোন তৈরি হয়েছে এটি তার থেকে আলাদা। অবিশ্বাস্য গতিতে এর উন্নতি হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হলো এই প্রযুক্তিকে স্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তোলা।”