পাকিস্তানেই গুলিতে ঝাঁঝরা হাফিজ ঘনিষ্ঠ জঙ্গি আবু কাতাল

বঙ্গবার্তা ব্যুরো,
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় মংলা বাইপাসে গাড়ি করে যাওয়ার সময়ে অজ্ঞাতপরিচয় বন্ধুকধারীর গুলিতে খুন হয়ে গেল কুখ্যাত জঙ্গি আবু কাতাল। তবে কাতালকে কারা খুন করল, তা স্পষ্ট হয় নি। এখনো কেউ খুনের দায় স্বীকার করেনি। কাতালের পাশাপাশি তাঁর গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। কিন্তু কেমন করে কাতালের মত কুখ্যাত সন্ত্রাসীকে এমন অনায়াসে খুন করা সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কী লস্কর-ই-তৈবার শীর্ষ পদে থাকা এই জঙ্গি কী অন্তর্ঘাতের শিকার হল, এমন প্রশ্নও উঠেছে?
কুখ্যাত এই সন্ত্রাসী ফয়সল নাদিম, কাতাল সিন্ধি সহ একাধিক নামে পরিচিতি ছিল।ভারতে একাধিক ভয়াবহ হামলার মাস্টারমাইন্ড ছিল সে। নিরীহ অসামরিক নাগরিকদের হত্যা করা ২০১৭ সালে রিয়াসি বোমা বিস্ফোরণের মূল মাথা ছিল এই কাতাল নাদিম, যে লস্কর-ই-তৈবার হ্যান্ডলারদের মধ্যে একজন, যারা ২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালিয়েছিল।
কাতাল ছিল লস্কর-ই- তৈবার শীর্ষ কমান্ডারদের একজন এবং হাফিজ সইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০০৮ সালের মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ছিল এই কাতাল।কুখ্যাত এই সন্ত্রাসী ফয়সল নাদিম, কাতাল সিন্ধি সহ একাধিক নামে পরিচিতি ছিল। পাক-অধিকৃত কাশ্মীরে লস্করের সন্ত্রাসী প্রশিক্ষণ ও জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী পাঠানোর দায়িত্বে ছিল কাতাল।