বিবেকানন্দের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন মোদীর

বঙ্গবার্তা ডেস্কঃ রবিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে গোটা দিন তরুণ বন্ধুদের সঙ্গে কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দেন। এক্স হ্যান্ডেলে লেখেন যে ১২ জানুয়ারি, খুবই বিশেষ একটি দিন, কারণ এটি স্বামী বিবেকানন্দের জয়ন্তী। এই উপলক্ষ্যে আমি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫-এ আমার তরুণ বন্ধুদের সঙ্গে গোটা দিন কাটাব।
রবিবার বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী লেখেন, দেশের তরুণ প্রজন্মের জন্যে অনুপ্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ। স্বামীজির দেখা ‘শক্তিশালী এবং উন্নত ভারতের’ স্বপ্ন পূরণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেন মোদী। তিনি আরও লেখেন, ‘স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তারুণ্যের জন্য তিনি একটি চিরন্তন অনুপ্রেরণা। তিনি তরুণদের মনে আবেগ এবং উদ্দেশ্য জাগিয়ে চলেছেন। তাঁর দেখা একটি শক্তিশালী এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দেশ এবং রাজ্য জুড়ে পালিত হবে জাতীয় যুব দিবস। দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে শাসক এবং বিরোধী দলগুলির। স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই আজ বেলুড় মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিবেকানন্দের জন্মভিটা উত্তর কলকাতার সিমলাতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দক্ষিণেশ্বর, আলমবাজার ও বরানগর মঠেও বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে।