Upload By K. Halder at 22th April 2025, 07:47PM
বঙ্গবার্তা ব্যুরো,
শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া হরিদাস বিদ্যভবনের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার বেলা বারোটা থেকে বেলা একটা পর্যন্ত অবরোধ চলে। জলঙ্গী-শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে হয় অবরোধ। কাজীপাড়া স্কুলের সামনে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যাত্রীবাহী বাস,লরি টোটো, বাইক সহ অন্যান্য যানবাহন আটকে যায়। ভোগান্তির মধ্যে পড়েন পথ চলতি মানুষ। ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে শিক্ষক কম, ক্লাসই হয় না। শুধু বসে থাকতে হয়। সামনে বছর মাধ্যমিক পরীক্ষা, অথচ শিক্ষক নেই। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অবিলম্বে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে এনে আমাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে দাবী জানান তারা। পরে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে ছাত্রছাত্রীদের অভিযোগ শোনেন। তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায়। যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
