বঙ্গবার্তা ব্যুরো,
ছবি -নিজস্ব সংবাদদাতা
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সুন্দরপুর মোড় থেকে থেকে ভরতপুরের কাশিপুর অবধি প্রায় ১০ কিলোমিটার এই রাস্তা বর্ষায় পুকুরে পরিনত হয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্বাবধানে থাকা এই রাস্তার উপর দিয়েই চলে যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক। এমনকি হাসপাতাল, স্কুল কলেজ, গ্রাম পঞ্চায়েত যেতে গেলে এই রাস্তার উপর দিয়েই যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। কিন্তু প্রাণান্তকর পরিস্থিতি দশটি গ্রামের মানুষদের।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর রাস্তায় কোন কাজ হয়নি। কিন্তু রাস্তার উপর দিয়ে পণ্যবাহী ট্রাক, ট্রাক্টর, বিভিন্ন বড় বড় যানবাহন যাওয়ার কারণে রাস্তার গর্ত গুলো কোথাও ডোবা আবার কোথাও পুকুরের চেহারা নিয়েছে। বর্ষা নামতেই বোঝা যাচ্ছে রাজ্য সরকারের ঢাক বাজিয়ে প্রচার করা পথশ্রী
এখন চরম হতশ্রী হয়ে উঠেছে।
অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি করছেন বড়ঞার সুন্দরপুর এলাকার বাসিন্দারা। তাদের ক্ষোভ অঞ্চল থেকে জেলা প্রশাসন সব জেনেও নীরব।

