আরজি কর মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মৃত চিকিৎসকের বাবা-মা। সেই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর রায় সিবিআইয়ের অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। হাই কোর্ট নির্দেশ দিয়েছে, আরজি কর মামলা সংক্রান্ত নথি হাই কোর্টে পেশ করতে হবে সিবিআইকে। স্বাভাবিক ভাবেই হাই কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে সিবিআই যে কিছুটা বিপাকে পড়ল তা বলাই বাহুল্য। পরবর্তী শুনানির দিন আগামী ২৪ ডিসেম্বর করা হয়েছে। কিছুদিন আগেই সিবিআইয়ের বিরুদ্ধে আদালতে মিথ্যা কথা বলার অভিযোগ তুলে সরব হয়েছিলেন আরজি কর হাসপাতালের ধর্ষিত ও খুন হওয়া মৃত চিকিৎসকের বাবা ও মা। তাঁদের অভিযোগ ছিল, ৯০ দিনের মধ্যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারাতেই প্রমাণ লোপাটে অন্যতম অভিযুক্ত আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন। এবার তাঁরা সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধেই প্রমাণ লোপাটের অভিযোগ তুললেন। সেই সঙ্গে সিবিআইয়ের তদন্তেও তাঁদের কোনও আস্থা নেই বলে দাবি করে এদিন হাই কোর্টে আবেদন করেন। সেই মামলা শুনানিতেই এদিন বিচারপতি তীর্থঙ্কর রায় সিবিআইয়ের অবস্থান জানতে চেয়েছেন।
হাই কোর্টের নির্দেশের পরে নিহত চিকিৎসকের বাবা বলেন, ‘সিবিআই ইচ্ছাকৃত ভাবে এই মামলায় গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। তাই সঠিক সময়ে চার্জশিট দিতে না পারায় অভিযুক্তরা জামিন পেয়েছেন।’ নির্যাতিতার পরিবার হাই কোর্টকে জানায় বিচার প্রক্রিয়ায় অনেক খুঁত রয়েছে। তার প্রেক্ষিতেই আদালত ওই নির্দেশ দিয়েছে।