ফলন্ত কুলবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে

রাতের অন্ধকারে ফলন্ত কুলগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জে গোবিপুরের মাঠে শংকর ঘোষ ও বিদ্যুৎ ঘোষ নামে দুই ভাই জমিতে আপেল কুলের চাষ করেন। ১০ দিন পর থেকেই কুল তোলা যেত। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে কুল জমিতে গিয়েছিলেন শংকর। গিয়ে দেখেন কুলগাছ কাটা রয়েছে। এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। পাশেই ভাই বিদ্যুতের কুল জমি রয়েছে। সেই জমিরও গাছ কাটা । বিদ্যুৎ জানিয়েছেন, গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফলন্ত কুল বাগানের শতাধিক গাছ কেটে দিয়েছে। তাঁরা কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ করেছেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।