
প্রতারণার অভিনব কায়দা এবার প্রতারকদের। জমিতে ওয়াই ফাই টাওয়ার বসানোর নামে প্রতারণা। ফোন করে গ্রাহকদের বলা হচ্ছে, ওয়াই ফাই টাওয়ার বসালে
পাবেন ২০ লক্ষ টাকা। সেই ফাঁদে পড়ে সাড়ে ৫৬ হাজার টাকা খোয়ালেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের সিকদার খাতা এলাকায়। জানা গিয়েছে, কোচবিহারের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের শিকদার খাতার বাসিন্দা সুখলাল সাহাকে ১০ ডিসেম্বর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয় জমিতে ওয়াই ফাই টাওয়ার বসাতে দিলে ২০ লক্ষ টাকা দেওয়া হবে। ২০ লক্ষ টাকার কথা শুনে তিনি রাজি হয়ে যান। কাগজ তৈরির জন্য প্রথম ধাপে সাড়ে ১১ হাজার টাকা চাওয়া হলে ওই কৃষক অনলাইনের মাধ্যমে তা পাঠিয়ে দেন। দ্বিতীয় ধাপে ট্যাক্স বাবদ আরও ৪৫ হাজার টাকা চাওয়া হলে সুখলাল নিকটবর্তী একটি সাইবার ক্যাফে থেকে সেই টাকা পাঠিয়ে দেন। পরের দিন আবার ৮৫ হাজার টাকা চাওয়া হলে ওই কৃষক বুঝতে পারেন তিনি প্রতারকদের কবলে পড়েছেন। এরপর বৃহস্পতিবার তুফানগঞ্জ থানায় সুখলাল অভিযোগ দায়ের করেন।