আরজি কর কাণ্ডের কথা মাথায় রেখে বর্ষবরণে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল কলকাতা পুলিশ

বর্ষবরণকে স্বাগত জানাতে মঙ্গলবার উৎসবে মেতেছে গোটা শহর। প্রতি বছরের মতো এবছরও সেজে উঠেছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের সমস্ত হোটেল, রেস্তোরাঁয় এদিন বিকেল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন আট থেকে আশি বয়সের মানুষ। বর্ষবরণকে স্বাগত জানাতে যেমন সাধারণ মানুষ কলকাতায় ভিড় জমাচ্ছেন তেমনই নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন প্রশাসন। বিশেষ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক সদস্য গ্রেফতার হচ্ছে তাতে ঘুম ছুটেছে রাজ্য পুলিশের। খোদ পার্ক স্ট্রিটেও সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। তাই এবারের বর্ষবরণের রাত কলকাতা পুলিশের কাছে বিশেষ চ্যালেঞ্জের। তাই ভিড়ের কারণে যাতে কোনওভাবেই যানজট না হয়, সেই জন্য একগুচ্ছ পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। একাধিক রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে। পার্ক স্ট্রিট সংলগ্ন বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি উপলক্ষে।
ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট ও জহরলাল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ), রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর)। কোনও গাড়ি পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট ক্রসিং থেকে ডান দিকে ঘুরিয়ে যেতে পারবে না।
বেশ কয়েকটি জায়গার নো পার্কিং করা হয়েছে। সেগুলি হল পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, কিড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোডে কোনও গাড়ি পার্ক করা যাবে না। একই সঙ্গে বর্ষবরণে শহরে কলকাতা পুলিশের অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে।
তবে যাঁরা নিয়ে আসবেন তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন তারজন্য কয়েকটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। যার মধ্যে অন্যতম ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক ও রাসেল স্ট্রিট (পূর্ব এবং পশ্চিম দিক) বরাবর পার্কিং করা যাবে।
এছাড়াও নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা থাকছে পার্ক স্ট্রিট চত্বরে। শুধুমাত্র পার্ক স্ট্রিট নয়, শহরের বিভিন্ন প্রান্তেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে লালবাজার। নজরদারির জন্য ওয়াচ টাওয়ারের ব্যবস্থা থাকছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় সাদা পোশাকে থাকবেন কলকাতা পুলিশের অফিসাররা। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তাঁরা ব্যবস্থা নিতে পারবেন। পাশাপাশি কুইক রেসপন্স টিমও মোতায়েন থাকবে। মহিলাদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।