সুব্রত হালদারের প্রতিবেদন: দেশে ও বিদেশে এই মুহূর্তে ফ্যাশন দুনিয়ার বিপুল বাজার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ঘোষণার পর এই ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ নিয়ে কাজে নেমেছে বস্ত্র মন্ত্রকের অধীনস্থ বিভাগ গুলি।
সমগ্র ফ্যাশন দুনিয়াকেএই মুহূর্তে পথ দেখাচ্ছে আধুনিক ভারত।তাই, আগামী দিনে বৃহত্তর বিশ্বের ফ্যাশন বাজারেও নতুন পদক্ষেপে গ্রহণে আগ্রহী কেন্দ্রীয় সরকার। এর পরিপ্রেক্ষিতেই দেশের খুচরো বাজার ধরতে উদ্যোগী কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির কলকাতা ক্যাম্পাসের অধিকর্তা ব্রিজেশ দেওরে বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে ভিশন নেক্সট পদক্ষেপ প্রসঙ্গে কি পরিকল্পনা নেওয়া হয়েছে তা জানান। তিনি বলেন,পরিধি ২৪-২৫ নামে এক বিশেষ পুস্তিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে যাবতীয় কলাকৌশল। শিল্পী থেকে শুরু করে পড়ুয়াদের পাশাপাশি ফ্যাশন শিল্পের প্রয়োগ সমস্ত তথ্য রয়েছে সেখানে এবং তা রপ্ত করতে হবে। সেইসূত্র ধরেই কাজ চলছে। এর মধ্যেই সংশ্লিষ্ট শিল্পীদের নিয়ে কর্মশালা ও তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে বিশেষ মেলার আয়োজন করা হতে চলেছে।
তিনি জানান, বারাণসীতে ১৯ তম শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা হয়েছে। কলকাতা সহ দেশজুড়ে তাদের এই প্রতিষ্ঠানের ১৯ টি শাখাতেই ফ্যাশন পাঠক্রমের উপর নিরন্তর গবেষণা চলে। এছাড়াও পোশাক-পরিচ্ছদে নতুনত্ব আনতে সচেষ্ট এই শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং নিত্য নতুন নকশা সৃষ্টি থেকে শুরু করে বৈচিত্র্যপূর্ণ অভিনবত্বের উপস্থাপনের উদ্দেশ্যেই চলছে তাদের কাজ। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে রয়েছে এন আই এফ টি। এই মুহূর্তে কলকাতায় স্নাতক ও স্নাতকোত্তর পাঠক্রমে পাঠরতদের সংখ্যা হাজারের অধিক। বিশেষ বৃত্তি প্রদানের সুযোগ সুবিধা ও পড়ুয়াদের জন্য চালু রয়েছে। এবং তাদের শেখানোর জন্য এই মুহূর্তে ৪৬ জন ফ্যাকাল্টি রয়েছেন এখানে।