বঙ্গবার্তা ডেস্কঃ রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ঘটনার সময় সেখানে অন্তত ২০ থেকে ২৫ শ্রমিক কাজ করছিলেন বলে জানা যাচ্ছে। আচমকা এই ঘটনায় অনেকেই বের হতে পারেননি বলে জানা যাচ্ছে। ফলে ওই ধ্বংসস্তূপের মধ্যে বহু শ্রমিক আটকে যেতে পারে বলে আশঙ্কা।ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। কয়েকজন আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে দুপুর আড়াইটে নাগাদ। রেলস্টেশনের ছাদে সৌন্দর্যায়নের কাজে নিযুক্ত ছিলেন শ্রমিকরা। আরপিএফ, জিআরপির পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন। কীভাবে ছাদের ওই অংশটি ভেঙে পড়ল, তা ঘিরেও তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।