সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে মামলা সরকারের

sanjay-roy-high-court-appeal-maximum-sentence

বঙ্গবার্তা ব্যুরো,

আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিয়েছেন শিয়ালদহ আদালতের সিবিআই স্পেশাল কোর্টের বিচারক অনির্বাণ দাস। আদালতের রায়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায় ঘোষণার পরেই তিনি জানিয়েছিলেন রাজ্য উচ্চ আদালতে যাবে।

সেইমতো পরদিন অর্থাৎ মঙ্গলবার সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। এদিন সকালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে পিটিশন করা হয়। জানা গিয়েছে, মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সোমবারই আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে যাবজ্জীবনের শাস্তি দিয়েছে। নির্যাতিতা চিকিৎসকের পরিবার থেকে শুরু করে চিকিৎসক মহল, সাধারণ মানুষ সহ সমাজের সব স্তরের মানুষ অভিযুক্তের ফাঁসির দাবি করেছিল। সাজা ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। মৃত চিকিৎসকের বাবা-মাও এই রায়ের বিরোধিতা করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছিলেন। তার আগেই অবশ্য রাজ্য সরকারের পক্ষ থেকে হাই কোর্টে আবেদন করা হয়েছে।