ভাঙড়ে গুলিবিদ্ধ যুবক,ভর্তি চিত্তরঞ্জন হাসপাতালে

Bhangar Shooting: Jahir Purkait Injured, Critical Condition at Chittaranjan Hospital

পীযূষ চক্রবর্তী
ফের ভাঙড়ে চলল গুলি। সোমবার ভরসন্ধ্যায় জাহির পুরকাইত নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। রাস্তার ধারে বাইকের উপর বসেছিলেন জাহির ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি করা হলে লুটিয়ে পড়েন ওই যুবক। পেটে গুলি লেগেছে তার । গুরুতর যখন অবস্থায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। কী কারণে জাহিরকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
ভাঙড়ের চন্দনেশ্বর থানার বনগ্রামে বাড়ি জাহিরের। লেদার কমপ্লেক্সে কাজের সূত্রের তিনি ভোজেরহাটের ভাটিপোতাতে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। তার সঙ্গেই থাকতেন স্ত্রীও। সোমবার সন্ধ্যায় রাস্তার পাশে বাইকের উপর বসেছিলেন জাহির। তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগলে লুটিয়ে পড়েন। পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।