বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার সাতসকালে প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বাসের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন।বোলেরো চেপে পুণ্যার্থীরা ছত্তীসগঢ়ের কোরবা জেলা থেকে প্রয়াগের সঙ্গমে পুণ্য স্নান সারতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ধাক্কা লাগা বাসটি আসছিল মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এই সপ্তাহের শুরুতেই মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মিনি-বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মহাকুম্ভ ভ্রমণকারী সাতজন তীর্থযাত্রী মারা যান এবং আরও দুজন আহত হন।তবে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২৯ জানুয়ারী, মহাকুম্ভ মেলায় ভোর হওয়ার ঠিক আগে ভিরের চাপে পদদলিত হয়ে ৩০ জন নিহত হন ও ৬০ জন আহত হন। মহাকুম্ভ ১৩ জানুয়ারী শুরু হয়েছিল এবং ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।
মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১০,আহত ১৯
