পীযূষ চক্রবর্তী,
সেনার বিভিন্ন পদমর্যাদার অফিসার সেজে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে যাচ্ছিল এক যুবক। অবশেষে শেষরক্ষা হল না। কলকাতা পুলিশের জালে ধরা পড়ল সেই নকল সেনা আধিকারিক নাজির হোসেন। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে পার্ক স্ট্রিটের ইলিয়ট লেন থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণা করছিল নাজির। নিজেকে কখনও সেনার উচ্চপদস্থ কর্তা আবার কখনও বিভিন্ন রাইফেলসের জওয়ান হিসেবে পরিচয় দিত সে। সেনার পোশাক পরেই সে বিভিন্ন লোককে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিত। বিনিময়ে সে মোটা টাকা নিত। এভাবেই সে দিনের পর দিন বহু মানুষের কাছ থেকে টাকা নেয় বলে অভিযোগ। অবশ্য কাউকেই সে চাকরি দিতে পারেনি। সম্প্রতি কলকাতা পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার নাজিরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিন স্টারের খাকি ইউনিফর্ম, একটি ভুয়ো পরিচয়পত্র যাতে লেখা রয়েছে ক্যাপ্টেন নাজির হোসেইন। গোর্খা রাইফেলের প্রতীক দেওয়া একটি চামড়ার বেল্ট, সেনার জুতো এবং আরও কিছু সামগ্রী। জানা গিয়েছে, এই ভুয়ো ইউনিফর্ম ও কার্ড দেখিয়েই সাধারণের কাছে নিজের পরিচয় দিত সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজির কলকাতায় একটা সেনা প্রশিক্ষণ কেন্দ্রও খুলে ফেলেছিল। মূলত এনসিসি-র যারা প্রশিক্ষণ নিতেন তাদেরই সে টার্গেট করত। তার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
সেনা আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক
