দোষী রাজনীতিকদের পাশেই কি সরকার, কেন্দ্রের হলফনামায় উঠছে প্রশ্ন

বঙ্গবার্তা ব্যুরো,
কেন্দ্রের মোদী সরকার কী দেশের দোষী রাজনীতিকদের পাশে আছে?এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্টে কেন্দ্রের দেওয়া এক হলফ নামার প্রক্ষিতেই এই প্রশ্ন উঠছে।
অশ্বিনী উপাধ্যায় নামে এক আইনজীবী শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করেন। যে মামলায় তিনি দাবি করেন দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিকদের সারা জীবনের জন্য ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া হোক। এর পাশাপাশি তিনি দাবি করেন যে সব সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে তা দ্রুত নিষ্পত্তি করা হোক। সুপ্রীমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই বিষয়ে কেন্দের মতামত হলফ নামার আকারে জানতে চায়।কেন্দ্র সরকার সেই হলফ নামা জমা দেয়। তাতে কেন্দ্র সরকার জানায়, দোষী সাব্যস্ত হওয়া রাজনীতিকদের ভোটে দাঁড়ানোর অধিকার সারা জীবনের জন্য কেড়ে নেওয়া নিষ্ঠুরতা। এটা করা ঠিক হবে না। তার পাশাপাশি কেন্দ্র জানায় এক জন সাংসদকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সংসদ।
এখন যে আইন আছে তাতে বলা হয়েছে কোনও রাজনীতিক কোনও মামলায় দোষী সাব্যস্ত হলে এবং তাঁর যদি দু বছর বা তার বেশি জেল হয়, তাহলে সেই মুহূর্তে তাঁর সাংসদ বা বিধায়ক পদ খারিজ হয়ে যাবে।জেল খাটার মেয়াদ শেষ হওয়ারও ছ বছর ওই ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে না। অশ্বিনী উপাধ্যায় দাবি করেছিলেন জনপ্রতিনিধিত্ব আইনের ৮ এবং ৯ নম্বর ধারা বদলে শাস্তির মেয়াদ চিরদিনের জন্য করা হোক।