বঙ্গবার্তা ব্যুরো,
শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর এই প্রথম নজির বিহীন প্রতিবাদ বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার যাদবপুরে কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুপার একটি কনফারেন্স ছিল। তাতে যোগ দিতেই শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছান। তখনই আন্দোলনরত বামপন্থী ছাত্রছাত্রীদের প্রতিবাদের সম্মুখীন হন। তবে অভিযোগ, অতিবাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন, এমনকি তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। এক ছাত্রের মাথা ফেটে যায়, আহত হন বেশ কয়েকজন।
এই ঘটনার সমালোচনা করেছে শাসক দল তৃনমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালই সন্ধ্যায় সুকান্ত সেতু থেকে ধিক্কার মিছিল করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের কর্মীরাও অংশ নেন।
প্রতিবাদে আগামীকাল সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই
ঘটনার পর ব্রাত্য বসু বলেন,এই অরাজকতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।তিনি সুস্থ আছি, তবে আহত সহকর্মীদের নিয়ে তিনি চিন্তিত। তিনজন অধ্যাপক থানায় গিয়ে অভিযোগ জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মন্ত্রীকে পুলিশ ডাকতে বলেছিলেন, কিন্তু তিনি রাজি হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় আগ্রহী ছিলেন তিনি, এসএফআই প্রতিনিধিদল পাঠায়, কিন্তু চল্লিশ জনের সঙ্গে দেখা করার দাবি করে। আমি বলেছিলাম, চারজনের সঙ্গে দেখা করব। তবু পনেরো মিনিট অপেক্ষা করেছি। তারপর এই ঘটনা দুর্ভাগ্যজনক।
শিক্ষামন্ত্রীর ওপর হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিদ্যুৎ ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, যারা গণতন্ত্রের কথা বলেন, তারাই আজ যাদবপুরে গণতন্ত্রকে হত্যা করলেন। শুধুমাত্র শিক্ষামন্ত্রী নন, অধ্যাপকদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। যারা অধ্যাপকের গায়ে হাত তোলে, তারা ছাত্র হতে পারে না, তারা গুন্ডা ছাড়া কিছু নয়।
এলাকার সাংসদ সায়নী ঘোষ ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। বাংলার মানুষ এসব মেনে নেবে না। গণতান্ত্রিক শক্তি শিক্ষামন্ত্রীর ওপর হামলাকে সমর্থন করতে পারে না। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করছি।
শিক্ষামন্ত্রীর ওপর হামলার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে চড়ছে উত্তেজনার পারদ। একদিকে তৃণমূলের ধিক্কার মিছিল, অন্যদিকে ছাত্র সংগঠনগুলির প্রতিবাদ আন্দোলনে আবার সরগরম হতে পারে রাজ্যের শিক্ষাপ্রাঙ্গণ গুলি।
যাদবপুরে শিক্ষামন্ত্রীকে ঘিরে বাম ছাত্রদের প্রতিবাদ অরাজকতা, সংঘর্ষ
