ফের শহরে আগুন। রবিবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি শাড়ির দোকানে আগুন লাগে। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ফলে আতঙ্ক ছড়ায় ওই শপিং কমপ্লেক্সে। পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ঢাকুরিয়া দক্ষিণাপনের একতলায় খাদি গ্রামোদ্যোগের দোকানে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট টা আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান। ছুটির দিন বেলার দিকে আগুন লাগাই বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়। কাজের দিন আগুন লাগলে আরও বিপাকে পড়তে হতো।