দক্ষিণ কলকাতার জাতীয় সরোবর, রবীন্দ্র সরোবরের পাড়ে লেক ক্লাবের উদ্যোগে প্রতি বছর শীতকালীন উৎসব আয়োজিত হয়। এই নিয়ে তৃতীয় বার আয়োজন করা হয়েছে শিল্প মেলা ২০২৪। চিত্রশিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, হিরণ মিত্র, সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায় ও বিমল কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। উৎসবে মোট ৪১ টি স্টল স্থান পেয়েছে। প্রথিতযশা ও প্রতিষ্ঠিত শিল্পীদের উপস্থিতিতে মুখর লেক ক্লাব প্রাঙ্গণ। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ধরে চলবে। এর পাশাপাশি আগামীকাল ২১ ও পরের দিন ২২ ডিসেম্বর ফুড ফেস্টিভ্যাল ও চলবে। ১৭ টি ফুড স্টল রয়েছে। একাধিক নামী চিত্র শিল্পীর নানা শিল্প কর্মের সম্ভারের পাশাপাশি অন্যান্যদের চিত্রকর্ম নিয়েও হাজির বিশিষ্ট শিল্পীরা।
শিল্পী সমীর আইচ বলেন ক্লাব কতৃপক্ষের এই উদ্যোগে শিল্পীদের ছবি দেখাতে ও বিক্রি তে সাহায্য করবে।