বঙ্গবার্তা ব্যুরো,
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার চিহ্নিতকরণে কোমর বেঁধে নামতে চলেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শনিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের ভূমিকা নিয়েও আলোচনা হয়।অভিষেক স্পষ্ট করে জানান, ভুয়ো ভোটার রুখতে দলের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আইপ্যাক।
তবে, দলের অন্দরে দীর্ঘদিন ধরেই আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠছিল। এদিন সেই বিষয়ে খোলাখুলি কথা বলেন অভিষেক। তিনি জানান, কখনও আইপ্যাক, কখনও আবার ক্যামাক স্ট্রিটের তার অফিসের নাম করে টাকা তোলা হচ্ছে। কেউ কেউ ব্লক সভাপতি বা অন্য পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাইছে। অভিষেক বলেন, তার অফিস এবং আইপ্যাকের নাম করে কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে যাচাই করুন।
এই ধরনের প্রতারণা আটকাতে অভিষেক একটি বিশেষ হেল্পলাইন নম্বর ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, কেউ যদি এই ধরনের ফোন পান, তাহলে সংশ্লিষ্ট নম্বরে ফোন করে তথ্য যাচাই করবেন। তিনি আরও বলেন, আইপ্যাক যদি কোথাও যায়, সেই খবর আগেভাগেই সংশ্লিষ্ট জেলা সভাপতির কাছে থাকবে। তবু সন্দেহ হলে নির্দিষ্ট নম্বরে ফোন করে যাচাই করা যাবে। অভিযোগ সত্যি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একইসঙ্গে, ভুয়ো ভোটার চিহ্নিতকরণে তৃণমূলের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আইপ্যাক এই কাজে দলের জেলা ও বুথ স্তরের সংগঠনকে প্রশিক্ষণ দেবে এবং পরামর্শ দেবে, যাতে গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
নজরে ছাব্বিশের ভোট। তার আগেই সংগঠনকে মজবুত করতে, দুর্নীতির অভিযোগ খারিজ করতে এবং ভোটের ময়দানে দলকে এগিয়ে রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নয়া পরিকল্পনা নিয়েছেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নেতাজী ইনডোরের বৈঠকে আই প্যাকের ভূমিকায় সবুজ সংকেত দিয়েছিলেন নেত্রী, আজ সিলমোহর অভিষেকের
