মহিলা মৃত্যুর ঘটনায় অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে গত ৪ নভেম্বর রাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এম রেবতী নামে এক মহিলার। আহত হন বেশ কয়েকজন। যার মধ্যে রয়েছে রেবতীর ছেলেও। অভিযোগ, অভিনেতা অর্জুনকে দেখার জন্য সে সময় বিপুল সংখ্যক দর্শক সন্ধ্যা নামে এক প্রেক্ষাগৃহে জমা হয়েছিলেন। হুড়োহুড়ি করার সময় ভিড়ের চাপে প্রেক্ষাগৃহের মূল গেট ভেঙে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ওই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে পুলিশের কাছে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে মামলা হয়। মৃতের পরিবার চিক্কাদপল্লী থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার অর্জুনকে তাঁর হায়দরাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করে। পুষ্পা ২ ছবিটিতে অর্জুন অভিনয় করার জন্য ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে।। তেলেগু সুপারস্টারের গ্রেফতারের খবরে স্বাভাবিকভাবেই হতাশ তাঁর অনুগামীরা।