ফের আরজি কর হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের আট তলায় তদন্তের স্বার্থে একটি ঘর সিল করেছিল সিবিআই। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই ঘরের সিল খোলা অবস্থায় দেখা যায়। এদিন সকালে দেখা যায় রুমে তালা দেওয়া থাকলেও তার উপর লাগানো গালা দেওয়া সিলটি ছেঁড়া। প্রমাণ নষ্ট করতেই কেউ এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। কে বা কারা এই কাজ কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে হাসপাতালের পক্ষ থেকে কেউ কেউ দাবি করেছেন সিবিআইয়ের অনুমতি নিয়েই সিল ভাঙা হয়েছে।
বিষয়টি জানাজানি হতেই জুনিয়র চিকিৎসকদের একাংশের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।
সিএফএসএল রিপোর্ট আসার পর এই ঘরটির গুরুত্ব যে অনেক বেশি তা অনেকেই মনে করছেন। তথ্য নষ্ট করার উদ্দেশ্যে কেউ একাজ করেছে কিনা তাও ক্ষতি দেখা হচ্ছে।