বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিসের হতে পাকড়াও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী।ধৃতের নাম সাহাবুর রহমান, বয়স ২০। বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চামার বাড়িয়া থানা এলাকার গোদাগাড়ীতে।
গোপণ সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রে ভগবানগোলা থানার দেবিপুর এলাকায় অভিযান চালায় পুলিস।এরপর সাহাবুর রহমান নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে।
ধৃত যুবকের স্বীকারোক্তি বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে কোন কাজ পাচ্ছিল না সে,তাই কাজের খোঁজে কয়েকদিন আগে ভারতে প্রবেশ করে।
ধৃতকে আজ সোমবার ৫দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে।